বিশ্বকে বুদ্ধ দিয়েছি, যুদ্ধ নয় : মোদি

0
270

খুলনাটাইমস বিদেশ :ভারত কখনই যুদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতিসংঘের ৭৪তম অধিবেশনের ভাষণে তিনি এ কথা বলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, জাতিসংঘে প্রায় ২০ মিনিট ভাষণ দেন নরেন্দ্র মোদি। এ সময় মোদি বলেন, ‘আমরা বিশ্বকে বুদ্ধ দিয়েছি, য্দ্ধু নয়। সেই কারণেই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ এবং দায়বদ্ধতা রয়েছে। সন্ত্রাসবাদ রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠার নীতির বিরুদ্ধে, মানবিকতার জন্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বের এক হওয়া প্রয়োজন। বিভাজিত বিশ্ব কোনো কাজে আসে না।’ জলবায়ু পরিবর্তন নিয়ে মোদি বলেন, ‘যখন উষ্ণায়নের প্রসঙ্গ আসে, মাথা পিছু নিঃসরণের ক্ষেত্রে ভারতের অবদান খুবই কম। তা সত্ত্বেও আমরা এ বিপর্যয়ের চোখ রাঙানির সম্মুখ সমরে। আগামি কয়েকবছরে ভারত ৪৫০ গিগাওয়াট পুনর্নবীকরণ শক্তি উৎপাদনের লক্ষ্যে কাজ করছে।’ তিনি আরো বলেন, ‘২০২২ এর মধ্যে, যখন ভারত স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন করবে, গরিবদের জন্য আমরা ২ কোটি বাড়ি তৈরি করব। যক্ষ্মা নির্মূল করতে বিশ্ব, ২০৩০ কে টার্গেট করেছে, তবে আমরা ২০২৫ এর মধ্যে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি।’