বিদেশের মাটিতে পুরনো বন্ধুর সঙ্গে রচনা

0
494
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, Prosenjit Chatterjee, Rachana Banerjee, Rtvonline

বিনোদন ডেস্ক:
টালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা ব্যানার্জি। তাদের জুটি যেমন হিট তেমনি তাদের বন্ধুত্বের বন্ধনও বেশ শক্ত।

দীর্ঘ ২২ বছর ধরে একে অপরকে চেনেন। প্রায় ৩৫টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও রচনা। যার বেশিরভাগই সুপার হিট।

এই বন্ধুত্বের জন্য নাকি অনেক ছবিতে এই নায়কের বিপরীতে কাজের সুযোগ পেয়েছেন রচনা এমন গুঞ্জনও শোনা যায়।

প্রসেনজিৎ চলচ্চিত্রে কাজ করলেও রচনা উপস্থাপনা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাইতো এই জুটিকে আর দেখা যায় না। তবে পুরনো সেই বন্ধুত্ব অটুট আছে এখনও।

জি-বাংলার টেলিভিশন শো ‘দিদি নাম্বার ওয়ান’ নিয়ে ব্যস্ত রচনা। অন্যদিকে প্রসেনজিত অভিনয় ও প্রযোজনা দুটোই করছেন। তাইতো কলকাতায় কোনও অনুষ্ঠান ছাড়া খুব একটা দেখা হয় না।

এবার আমেরিকায় দেখা হয়ে গেলো দুই বন্ধুর। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখা হয় তাদের। এ সময় মজা করে প্রসেনজিতের কোলে বসেন রচনা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজেই।