বিক্ষোভকারীদের সাথে আলোচনা চান থাই প্রধানমন্ত্রী

0
177

টাইমস বিদেশ :
একনায়কতন্ত্রের পতন ও রাজতন্ত্রের সংস্কার দাবিতে আন্দোলনরতদের সাথে আলোচনা করতে চান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। প্রধানমন্ত্রী ওচার মুখপাত্র ওমুচা শংকা জানিয়ে বলেছেন, দেশজুড়ে চলমান বিক্ষোভ সহিংসতাকারীদের উস্কে দিতে পারে। এমন উদ্বেগ থেকেই গণতন্ত্রপন্থীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী। খবর রয়টার্সের। গেলো সোমবারও হাজার হাজার বিক্ষোভকারী ব্যাংককের রাস্তায় নেমে একনায়কতন্ত্রের পতন দাবি করেছে। এ সময় সেখান থেকে ৮০ জনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এখনও ২৭ জন কারাগারে আছে। তবে পুলিশের পক্ষ থেকে আটককৃতদের সঠিক সংখ্যা জানানো হয়নি।
অপরদিকে, আন্দোলনরতরা প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজা মাহাভাজিরালংকর্নের ক্ষমতা খর্বেরও দাবি করে আসছে।