বাগেরহাটে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের র‌্যালী ও আলোচনা সভা

0
277

বাগেরহাট প্রতিনিধি:
মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের খানজাহান আলী কলেজের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে পরিচ্ছন্নতা অভিযান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো, মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় স্কাউট, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সবাইকে নিজের অফিস ও বাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে। দেশ ও সমাজকে ভালবেসে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহবান জানান বক্তারা।