বাগেরহাটে ইজিবাইক ও ভ্যানচোর চক্রের ২ সদস্য আটক

0
358

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় ইজিবাইক ও ভ্যান চুরি চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলো, খুলনা জেলার তেরখাদা উপজেলার রামমাঝি গ্রামের ফুল মিয়া শেখের ছেলে ওবায়দুল শেখ (৩৫) ও পাইকগাছা উপজেলার বাতিখালী গ্রামের জাহান আলী গাজীর ছেলে আছাদুল ইসলাম(৪৪)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ সফিকুর রহমান বলেন, গত ৮দিন আগে বাধাল বাজার থেকে পুলিশ পরিচয়ে ইজিবাইক (ব্যাটারী চালিত) ভাড়া নিয়ে ফতেপুর এলাকায় গিয়ে ইজিবাইক চালককে টাকা দিয়ে সিগারেট কিনতে পাঠায়, এসময়ে নিজের ফোনের টাকা শেষ বলে ওই চালকের কাছথেকে মোবাইল ফোনটিও নিয়ে নেয়। পরে চালক দুরে সরে গেলে তারা গাড়ীও মোবাইল নিয়ে পালিয়ে যায়। বুধবার বিকালে ওই চক্র পুনরায় বাধাল বাজারে এলে এলাকাবাসি চিনতে পেরে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ইজিবাইক চালক মোরেলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের সুলতান শেখের ছেলে সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।