বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
586

খবর বিজ্ঞপ্তি: শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব জি এম ইউনুস আলীর পরিচালনায় বক্তারা, যাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য বন্ধ করা, গণপরিবহনে নানা অনিয়ম ও বিশৃঙ্খলা প্রতিরোধ করে দেশের উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল করতে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বাস স্ট্যান্ডগুলোতে বিভিন্ন রুটে ভাড়ার তালিকা বিলবোর্ড আকারে প্রকাশ, যাত্রীদের সুবিধার জন্য যাত্রী ছাউনি স্থাপন, পুরুষ ও মহিলাদের পৃথক বাথরুম স্থাপন ও নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দাবি জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কমিটির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ হারুনুর রশীদ, প্রকৌঃ এস এম আমজাদ হোসেন, আফজাল হোসেন রাজু, আলহাজ্ব অহিদুজ্জামান খোকন, প্রকৌঃ বেনজির আহমেদ জুয়েল, আলহাজ্ব জাহিদ হাবিব, সদস্য মোঃ রাশেদ রানা, আলহাজ্ব মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ হাবিবুর রহমান, এস এম এনামুল হক, মোঃ আব্দুল আজিজ পাড়, মোঃ হাফিজুর রহমান, এস এম নজরুল ইসলাম প্রমুখ।