বস্ত্র ও পাট মন্ত্রী এঁর সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

0
28

খবর বিজ্ঞপ্তি
শনিবার (১৮ মে) সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জাহাঙ্গীর কবির নানক, এম.পি এঁর সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার মহোদয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খুলনা খন্দকার ইয়াসির আরেফীন; খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম (বার) এবং কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা- সহ খুলনাস্থ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।