বলিউডবাসীরা প্রধানমন্ত্রীর ডাকে মোমের আলোয় রঙিন

0
245

খুলনাটাইমস বিনোদন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে মোম জ¦ালানোর কর্মসূচিতে অংশ নিল বলিউড। ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রী করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতবাসী হিসেবে একজোট হওয়ার বার্তা দিলেন মোম জ¦ালিয়ে। মাধুরী দীক্ষিত, রণবীর-দীপিকা থেকে অভিষেক-ঐশ্বরিয়া প্রত্যেকেই নিজেদের বাড়ি-ব্যালকনিতে মোমবাতি-প্রদীপ জ¦ালালেন। ঘরের আলো নিভিয়েও রাখলেন টানা ৯ মিনিট, যেমনটা বলেছিলেন মোদি।ইনস্টাগ্রামে একাধিক তারকাই ছবি শেয়ার করেছেন। অনেকে আবার ভিডিও পোস্ট করেছেন। মানালির বাড়িতে মোদীর ৯ মিনিটের ডাকে সাড়া দিয়েছেন কঙ্গনা রানাওয়াতও। দ্বীপ জে¦লেছেন অক্ষয় কুমার, অর্জুন রামপাল, বিরাট কোহলি-আনুশকা শর্মাসহ আরও অনেকেই। করোনাভাইরাসের অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্দেশেই ৫ এপ্রিল আলো নিভিয়ে মোমবাতি জ¦ালানোর ডাক দিয়েছিলেন তিনি। শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশে দেওয়ায় ভিডিও বার্তায় এই আবেদন জানান তিনি। মোদী বলেছিলেন, ‘রোববার দয়া করে বাড়ির আলো বন্ধ রাখুন। মোমবাতি জ¦ালান। ৯ মিনিট ধরে বাড়ির ব্যালকনি থেকে টর্চ বা মোবাইলের আলো জ¦ালান।’ মোমবাতি জ¦ালানোর সময় সোশ্যাল ডিসট্যানসিং বজায় রাখার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘করোনাভাইরাসের শৃঙ্খল ভেঙে বেরনোর একটাই উপায়, সোশ্যাল ডিসট্যানসিং মেনে চলা। আপনাদের কাছে আরও একটি প্রার্থনা আছে। এই ইভেন্ট চলাকালীন জটলা করবেন না। প্রত্যেকে নিজের বাড়ির দরজায়, জানলায় বা ব্যালকনিতে দ্বীপ জ¦ালাবেন। সোশ্যাল ডিসট্যানসিং-এর লক্ষ্মণরেখা মেনে চলবেন।’বে কর্মসূচিতে বেশ বিশৃঙখলা দেখা গেল৷ অনেকে রাস্তায় বেরিয়ে বাজিও ফুটিয়েছেন বলে জানা গেছে৷