বর্তমান সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় ধরে রাখতে হবে : পঞ্চানন বিশ্বাস এমপি

0
346

বটিয়াঘাটা প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, যুগে যুগে যে সকল মহাপুরুষ এসেছেন তাঁরা বিপথগামী সমাজ ও জাতির জন্য পথনির্দেশক হিসেবে অবদান রেখে গেছেন। শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর তাদেরই মধ্যে অন্যতম একজন। তাঁর আদর্শ ও চিন্তা চেতনা আমাদের লালন করতে হবে। তাহলেই তাঁর স্বপ্ন বাস্তাবয়িত হবে। তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে সরকার গঠন করেছেন ততবারই সকল সম্প্রদায়ের মানুষ স্বতস্ফূর্তভাবে যার যার ধর্ম উৎসাহ উদ্দীপনার সাথে পালন করতে পারে। সে জন্য এ সরকারকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় ধরে রাখতে হবে।
তিনি সোমবার বিকাল ৫ টায় গুরুচাঁদ স্মৃতি ট্রাষ্ট এর আয়োজনে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর এর ১৭৪ তম জন্মজয়ন্তী ও এক বিশাল মতুয়া মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় বটিয়াঘাটার গুপ্তমারী গুরুচাঁদ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মতুয়াচার্য প্রাণ গোপাল বৈরাগী । মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন করেন মতুয়াচার্য শ্রীশ্রী পদ্মনাভ ঠাকুর। উদ্ভোধক ছিলেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মতুয়াচার্য শ্রীশ্রী সুব্রত ঠাকুর হিল্টু। হুইপ এর ব্যক্তিগত সহকারী পবিত্র মিস্ত্রী ও এ্যাড. অশোক বৈরাগীর সঞ্চলনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক অবঃ সচিব ও স্মৃতি ট্রাষ্টের প্রধান উপদেষ্টা ড. প্রশান্ত কুমার রায়, ট্রাষ্টের উপদেষ্টা রতন কুমার মিত্র, প্রতিষ্ঠাতা সভাপতি নিখিল কুমার কুন্ডু , সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল ও বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় ও বীরমুক্তিযোদ্ধা অবঃ ব্যাংকার কার্তিক বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু মহালদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহকারী প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস, খুবি ভিসির পিএ অমিতাভ মিস্ত্রী, অধ্যাঃ প্রদীপ হীরা, আ’লীগনেতা নারায়ন রায়, সুপদ মল্লিক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, ইউপি সদস্য অশোক মন্ডল ও তপতী বিশ্বাস, বিশিষ্ট্য সমাজসেবক ধ্রুব বৈরাগী, সাংবাদিক আহসান কবির, সাংবাদিক শাহিন বিশ্বাস, সাংবাদিক পরিতোষ রায়, অনুপম টিকাদার, রথীন্দ্রনাথ রায়, পারাগ রায়, প্রতিমা রায় প্রমূখ।