বদরতলা বাজারে সামাজিক দূরত্ব মানা হচ্ছেনা

0
352

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারে সামাজিক নিরাপদ দূরত্ব অমান্য করে নিয়মিত বাজার বসায় জনমনে শংসয় বিরাজ করছে। বদরতলা বাজার এলাকার একটি বৃহৎ বাজার। এখানে প্রতিনিদিন সকালে ও হাটবারে বিকালে বহু মানুষের সমাগম হয়ে থাকে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার জনসমাগম ঠেকাতে, সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে, মুখে মাক্স ব্যবহার, বিকাল ৬ টার মধ্যে ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখাসহ বিভিন্ন নির্দেশনা নিয়ে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, গ্রাম পুলিশ, জন প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মাঠে রয়েছেন। এতকিছুর পরও মানুষের মধ্যে নিয়ম ভঙ্গের চিত্র ব্যাপক হওয়ায় সম্ভাব্য পরিস্থিতি নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন হয়ে উঠেছে। বিষয়টি কিভাবে নিরসন করা যায় সেব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসন, সেনাবাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।