বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন নির্দিষ্ট কক্ষপথে

0
787

অনলাইন ডেস্কঃ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন তার নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করছে। আগামী তিন মাসের মধ্যে এর সুফল পাওয়া যাবে। এটিকে তিনমাসের মধ্যে কার্যকর অবস্থায় নিয়ে আসা হবে।’

তিনি বলেন, ‘১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়। সফলভাবে উৎক্ষেপণের পর আমরা অপেক্ষা করেছিলাম এটি কখন সুনির্দিষ্ট কক্ষপথে এসে দাঁড়াবে। সুসংবাদ হচ্ছে গত রাত্রে এটির নির্দিষ্ট যে কক্ষপথ ১১৯ দশমিক ১ সেই জায়গাতে স্থাপিত হয়েছে। এটিই তার সুনির্দিষ্ট জায়গা। সবচেয়ে বড় সুখবর যেটি তা হলো এখন পর্যন্ত আমরা কোনো ত্রুটি পাইনি।’

মঙ্গলবার (২২ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা হবে। একে বাণিজ্যিভাবে ব্যবহার করার জন্য কিছু সময় লাগবে। প্রায় তিন মাসের মত সময় লাগবে।’

মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা ইতিমধ্যে স্যাটেলাইটের চূড়ান্ত যুগে প্রবেশ করেছি। এটি হচ্ছে এই জাতির গর্ব। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দিয়ে সারা পৃথিবীকে আমরা বলতে পারি আমরা আমাদের কক্ষপথে অবস্থান করছি।’