‘বঙ্গবন্ধু জীবনের ৮৮ ভাগ সময় দিয়েছেন গণমানুষের জন্য’

0
121

টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, শতকরা ১২ ভাগ সময় তিনি পরিবারকে দিয়েছেন। বাকি ৮৮ ভাগ দিয়েছেন দেশ ও গণমানুষের জন্য। যে ১২ ভাগ সময় তিনি পরিবারকে দিয়েছেন, তার সিংহভাগ অংশও দেশমাতৃকার জন্য চিন্তা করেছেন। রোববার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসা¤প্রদায়িক, মানবিক বাংলাদেশ গড়ার। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পেছনে যে মূল্যবোধ চালিকা শক্তি হিসেবে কাজ করেছে, সেটি হলো বঙ্গবন্ধুর সেই মানবিক মূল্যবোধ।’
আলোচনায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধু মানুষকে ভালোবেসেছেন, ভালোবাসতে শিখিয়েছেন। এইজন্য বঙ্গবন্ধু সবসময় প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভালোবাসতেন। জীবদ্দশায় তাদের যুক্ত করেছেন প্রশাসনের বিভিন্ন কাজে। ১৫ আগস্ট দিনটি শোকের পাশাপাশি গøানির উল্লেখ করে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, এই দিনটি একদিকে শোকের, অন্যদিকে গøানির। আমরা সেদিন কিছুই করতে পারিনি। আমাদের শপথ হবে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সাহায্য করা। অধ্যাপক সামাদ বলন, বঙ্গবন্ধু পরিবারের যে আত্মত্যাগ, পৃথিবীর বুকে আর কোথাও এমন উদাহরণ নেই। তরুণ প্রজন্ম যেন এটা জানতে পারে। এটি নিয়ে আমাদের কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ প্রমুখ।