ফুটবলার রনির ভাইয়ের ইন্তেকালে জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির শোক

0
377

খবর বিজ্ঞপ্তি : উল্কা ক্লাবের অধিনায়ক ও খুলনা জেলা দলের ফুটবলার মো. মোস্তাফিজুর রহমান রনির বড় ভাই জাকির হোসেন কালু ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি রূপসা উপজেলার নৈহাটী নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা মরহুমের নামাজে জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
রনির বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সভাপতি মো. আব্দুস ছালাম ঢালী, সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ শেখ, সহ-সভাপতি মোসাব্বির মোশের্দ চঞ্চল, কামরুজ্জামান সেলিম, তরিকুল ইসলাম বাবু, হাসান ইমাম রিক্ত, মো. বাবর আলি, লুৎফর রহমান নয়ন, মো. এজাজ আহমেদ, প্রশান্ত কুমার দে ও প্রাণতোষ দাস, সাধারণ সম্পাদক মিনা মামুনুর রহমান মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরোজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, আশিকুল ইসলাম জুয়েল, মো. খালিদ সাইফুল্লাহ, আমিনুল ইসলাম রিপন ও লিটন পাল। সাংগঠনিক সম্পাদক শেখ আশরাফ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান মহাসিন ও মো. কামাল রেজা সুজা, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন ও মো. আসাদুজ্জামান মুরাদসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।