প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা

0
151

তালা প্রতিনিধি :
করোনা ভাইরাসে মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। বুধবার (২৭ জানুয়ারী) সকালে ইউনাইটেড ওয়ে ও লিনডে কোম্পানীর সহযোগিতায় বে-সরকারী সংস্থা ‘উত্তরণ’ ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় ৯৫ পরিবারের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করে। উত্তর আরশনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, উত্তরণ কর্মকর্তা শিমুল কুমার শীল, মোঃ সাজ্জাদ হোসেন, উত্তরণের শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম প্রমুখ। এ সময় প্রতিটি প্যাকেজে ২০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৩ পিস সাবান, ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১০ টি সার্জিক্যাল মাস্ক, ১০ টি কাপড়ের মাস্ক ও ২০ লিটারের একটি ঢাকনাসহ বালতি বিতরণ করা হয়।