প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে পর্যাপ্ত নাগরিক সুবিধা নিশ্চিত করতে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি-সিটি মেয়র

0
206

খবর বিজ্ঞপ্তি:
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনা দুর্যোগ প্রবণ অঞ্চল। উপক‚লীয় অঞ্চলের নিকটবর্তী হওয়ায় বিভিন্ন সময়ে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূল প্রভাব। এ সকল দুর্যোগে সর্বস্ব হারিয়ে জীবন-জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত মানুষ শহরাঞ্চলে স্থানারিত হচ্ছে এবং মানবেতর জীবন যাপন করছে। আমরা এ সকল পরিবারের পর্যাপ্ত নাগরিক সুবিধা নিশ্চিত করতে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। সিটি মেয়র মঙ্গলবার বেলা ১১টায় ‘‘স্ট্র্রেনদিং রিজিলিয়েন্স অব ক্লাইমেট-ইনডিউজড মাইগ্রান্ট ইন ভালনারেবল আরবান কমিউনিটিস’’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতার করছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থা ‘ব্রাক’ এ সভার আয়োজন করে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নগরীতে স্থানান্তরিত অতি দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে মূল ¯্রােত ধারায় সম্পৃক্ত করতে ব্রাক নগরীতে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় নগরীর ৫ ও ৭ নং ঘাট এলাকা এবং নতুন বাজার বস্তির অতি দরিদ্র ৩’শ পরিবারকে প্রকল্পভুক্ত করা হয়েছে। খুলনায় জনহিতকর এ প্রকল্পটি গ্রহণ করায় সিটি মেয়র প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, কেসিসি’র পাশাপাশি দাতা ও বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে স্থানান্তরিত জনগোষ্ঠীকে দ্রæত সমাজের মূল ¯্রােতধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রকল্পের কর্মকর্তা নাহিন ফেরদৌস, তৌহিদুর রহমান, হামিদুল হক, মঈনুল ইসলাম, শেখ নাজমুস সাদাত প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।