প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন মিসবাহ

0
170

টাইমস স্পোর্টস:
পাকিস্তান দলে মিসবাহ উল হকের দ্বৈত ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা ছিল অনেক। কোচ হওয়ার পাশাপাশি প্রধান নির্বাচকের ভূমিকাতে ছিলেন এতদিন। গুঞ্জন ছিল, হয়তো তাকে একটি পদ ছেড়ে দিতে বলবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিসবাহ অবশ্য নিজ থেকেই সরে দাঁড়ালেন প্রধান নির্বাচকের পদ থেকে। বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা আসে সাবেক পাকিস্তান অধিনায়কের কাছ থেকে। সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেছেন যে, দুটি ভূমিকা পালন করতে গিয়ে হিমশিম খা”িছলেন। ফলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সুবিচার করতে পারছিলেন না, ‘আমাকে যখন পিসিবি এই দায়িত্ব দেয়, তখন বলেছিলাম আমার তাতে আপত্তি নেই। তবে আলোচনার মাঝে এই বিষয়টিও ছিল, যদি দুটি দিকে ঠিকমতো সময় দিতে না পারি। তাহলে আমি একটি ছেড়ে দেবো।’ গত বছরের সেপ্টেম্বরে তাকে দুটি দায়িত্বে নিয়োগ দেয় পিসিবি। এর মাঝে আবার কোচের দায়িত্বটা তিন বছরের জন্য পাকাপোক্ত। মিসবাহ এই মুহূর্তে কোচিংয়ের দায়িত্ব নিয়েই বেশি মনোযোগী, ‘আমার এখন মূল লক্ষ্যই হ”েছ পাকিস্তানকে যত ভালো দল হিসেবে গড়ে তোলা যায়।’ সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের রোষের মুখে পড়েছিলেন মিসবাহ। বোর্ডের অভ্যন্তরীণ নীতি-নির্ধারণী সিদ্ধান্তের বিরুদ্ধে অব¯’ান নিয়ে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। তার এমন আচরণ ভালোভাবে নেয়নি পিসিবি। যে জন্য তার কাছে ব্যাখ্যাও চেয়ে বসে বোর্ড। এই তিক্ততার জেরেই দায়িত্ব ছাড়লেন কিনা, এমন প্রশ্নের জবাবে মিসবাহ বলেছেন, ‘আসলে আমার সিদ্ধান্তের পেছনে এসব কোনও কারণ নেই। যদি তেমনই হতো, তাহলে প্রধান কোচ হিসেবেও আমি কাজ করতাম না। এভাবে দায়িত্ব ছেড়ে দেওয়াটা আমার নিজের সিদ্ধান্ত।’