প্রধানমন্ত্রী গ্রামকে শহরে পরিণত করতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন : শ্রম প্রতিমন্ত্রী

0
268
????????????????????????????????????

তথ্য বিবরণী:
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, মুজিববর্ষে গ্রামের কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিণত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি রবিবার বিকালে খুলনা সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশে^র কাছে সুপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। গ্রামের মানুষের জন্য আমার বাড়ি আমার খামার প্রতিষ্ঠার ফলে গ্রামের মানুষ উপকৃত হচ্ছে। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর স্কুল-কলেজ, আরবী বিশ^বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাট নির্মাণ করেছে। মৃত মোংলা বন্দর আজ ঘুরে দাঁড়িয়েছে। এবছর পহেলা জানুয়ারি সারা দেশে প্রায় ৩৫ কোটি বই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
খুলনা সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার খান আতিয়ার রহমান, কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবদুর রব এবং সাবেক দাতা সদস্য মোঃ আশরাফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী প্রমুখ। পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।