“প্রথম শটের পরই বাদ দেওয়া হয়েছে”

0
264

খুলনাটাইমস বিনোদন: বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। অভিনয় দক্ষতায় ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তবে বর্তমান অবস্থানে পৌঁছাতে অনেক কাঠ-খড় পুড়িয়েছেন মনোজ। অনেকবার অভিনয় ছেড়ে দেয়ার চিন্তা করলেও শেষ পর্যন্ত হাল ছাড়েননি। নিজ গুণে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন। এক সাক্ষাৎকারে অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকের স্ট্রাগল নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি। মনোজ বাজপেয়ী বলেন, আমি যখন অভিনয় জগতে এসেছি তখন অডিশন সিস্টেম অথবা কোনো কাস্টিং ডিরেকটর ছিল না। সহকারী পরিচালককে ফটোগ্রাফ দিতে হতো। আর তারা সেটি ডাস্টবিনে ফেলে দিতেন। আমি এটি দেখেছি। সঙ্গে সঙ্গেই এই পেশা থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি, একবার নয় অনেকবার। এমনো হয়েছে সিনেমা অথবা কোনো ধারাবাহিকে প্রথম শটের পরই বাদ দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, আমি শট দিয়েছি আধাঘণ্টা পর আমাকে কস্টিউম খুলে চলে যেতে বলা হয়েছে। ১৯৯৪ সালে বলিউডে পা রাখেন মনোজ বাজপেয়ী। গত বছর ভারতের অন্যতম সম্মানসূচক পদ্মশ্রী পুরস্কার পান তিনি। তার উল্লেখযোগ্য সিনেমা হলো: সত্য, পিঞ্জর, আলীগড়, রাজনীতি, গ্যাং অব ওয়াসিপুর ইত্যাদি।