পূজা ম-পে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন: তাপস

0
142

টাইমস ডেস্ক:
করোনা মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পূজার সব কার্যক্রম পরিচালনার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে পূজা ম-প পরিদর্শন শেষে এ কথা বলেন ডিএসসিসির মেয়র। তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনেই ধর্মীয় কাজগুলো সম্পন্ন করবেন। মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরসহ সারাদেশের মন্দির, ম-পের জন্য উন্নয়নমূলক কাজ করে চলেছেন। সেইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব মন্দির, ম-পের উন্নয়ন কাজেও আমরা সম্পৃক্ত রয়েছি। ভবিষ্যতে এসব মন্দির, ম-পের আরও উন্নয়ন কিভাবে করা যায়, সে বিষয়ে আমার কাজ করবো। তিনি বলেন, সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্ট হয়েছে, সেটি সবাই বজায়ে রাখবো। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে সারা বিশ্বে নজির স্থাপন করবে বলেও আশা ব্যক্ত করেন ডিএসসিসির মেয়র।