পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল, বার্সা

0
248

খুলনাটাইমস স্পোর্টস : পিছিয়ে থেকেও শনিবার লা লিগায় নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে টেবিলের শীর্ষ স্থান দুটিও অক্ষুন্ন রেখেছে স্প্যানিশ এই দুই জায়ান্ট। তলানির ক্লাব লেগানেসের বিপক্ষে বার্সেলোনার শুরুটা মোটেই ভাল হয়নি। ফরোয়ার্ড ইউসেফ এন-নেসরির গোলে ১২ মিনিটেই ঘরের মাঠে এগিয়ে গিয়েছিল স্বাগতিক লেগানেস। লিওনেল মেসির ফ্রি-কিক থেকে ৫৩ মিনিটে লুইস সুয়ারেজ বার্সার পক্ষে সমতা ফেরান। এরপর আরতুরো ভিদালের ৭৯ মিনিটের গোলে বার্সার কষ্টার্জিত জয় নিশ্চিত হয়। এদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর মাত্র ১১০ সেকেন্ডের মধ্যেই এবারের লিগে উড়তে থাকা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পিছিয়ে পড়ে মাদ্রিদ। ৩৭ মিনিটে ফ্রেঞ্চম্যান করিম বেনজেমা মাদ্রিদ শিবিরে স্বস্তি এনে দেন। এরপর দ্বিতীয়ার্ধে ফেডে ভালভার্দে ও লুকা মড্রিচের গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা। পাঁচ ম্যাচে এটি ছিল বেনজেমার ষষ্ঠ গোল। গ্রানাডার সাথে ১-১ গোলে ড্র করে আরো পিছিয়ে পড়েছে এ্যাথলেটিকো মাদ্রিদ। গত পাঁচ ম্যাচে এটি ছিল এ্যাথলেটিকো তৃতীয় ড্র। শীর্ষে থাকা বার্সেলোনা ও মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানেই রয়েছে সোসিয়েদাদ। মাদ্রিদের ম্যাচে সমর্থকদের মূল বিষয়ে পরিণত হয়েছিলেন গ্যারেথ বেল। হাঙ্গেরির বিপক্ষে গত সপ্তাহে ইউরো ২০২০ বাছাইপর্বে ওয়েলসের জয়ের পর বেল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ওয়েলস ও গলফের পর মাদ্রিদকে স্থান দিয়েছিলেন। যে কারনে মাদ্রিদ সমর্থকদের কঠোর সমালোচনায় পড়তে হয়েছে বেলকে। ম্যাচ শুরুর আগে তার নাম ঘোষনার সাথে তাকে নিয়ে সমর্থকদের ব্যঙ্গ করতে দেখা গেছে। এমনকি দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে তিনি যখন মাঠে নেমেছিলেন সেই মাত্রা আরো বৃদ্ধি পেয়েছিল। ম্যাচ শেষে মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেছেন, ‘আমি এটা বলবো না তারা ঠিক করেছে নাকি ভুল। তবে একটি কথাই বলতে চাই সমর্থকদের আমাদের সাথে থাকার প্রয়োজন আছে। যদিও আমি কিছুই নিয়ন্ত্রন করতে পারবো না, গ্যারেথ বা অন্য যে কারোরই এর উপর কোন কোন নিয়ন্ত্রন নেই। তবে গ্যারেথ নেমে আজ ভাল খেলেছে।’ বেলকে ছাড়া যথারীতি বেনজেমা তার দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। নিজে এক গোল করার পাশাপাশি মড্রিচকে দিয়ে শেষ গোলটিতে সহায়তা করেছেন। মাঝে ভালভার্দের ডিফ্লেকটেড শটে মাদ্রিদ ৪৭ মিনিটে লিড পায়। এই ম্যাচের মাধ্যমে মাদ্রিদ সমর্থকরা তাদের ২০ বছর বয়সী নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডকের দেখার সুযোগ পেয়েছেন। মৌসুমের শুরুতে মার্টিনকে ধারে রিয়াল সোসিয়েদাদের কাছে ছেড়ে দিয়েছিল মাদ্রিদ। ওডেগার্ডও নিজেকে পুরো ম্যাচেই দারুনভাবে প্রমান করেছেন। প্রচন্ড একটি ব্যস্ত মাসকে সামনে রেখে টেবিলের তলানির দল লেগানেসের বিপক্ষে এই জয় বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দেকে স্বস্তি এনে দিয়েছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সা বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। মাসের শুরুতে স্লাভিয়া প্রাগের সাথে গোলশুণ্য ড্র করে ইতোমধ্যেই পয়েন্ট হারিয়েছে কাতালান জায়ান্টরা। চার ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-এফ’র শীর্ষে থাকলেও পরের রাউন্ড এখনো নিশ্চিত হয়নি বার্সেলোনার। বরুসিয়ার পর মাসের শুরুতে লা লিগায় বার্সেলোনার পরবর্তী প্রতিপক্ষ এ্যাথলেটিকো। একইসাথে চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে ইন্টার মিলান সফর ও মৌসুমের প্রথম ক্ল্যাসিকোর আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ। ভালভার্দে বলেছেন, ‘কঠিন এই ম্যাচে জয় পাওয়টা সত্যিই স্বস্তিদায়ক। প্রচন্ড বাতাসে বিরুপ আবহাওয়ায় এখানে খেলা সবসময়ই কঠিন। যদিও আমি কোন কিছুকেই কারন হিসেবে দেখাতে চাই না।’