পালিয়ে যাওয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি আবুধাবিতে

0
125

টাইমস ডেস্ক বিদেশ : আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গানি এখন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রয়েছেন। উপসাগরীয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গানি সেখানে আশ্রয় নিয়েছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গানি ও তার পরিবারকে মানবিক কারণে সেখানে স্বাগত জানানো হয়েছে। রোববার আফগানিস্তান থেকে পালানোর সময় তিনি ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার সঙ্গে করে নিয়ে গেছেন বলে অভিযোগ তুলেছেন তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত। প্রাথমিকভাবে জানা গিয়েছিলো তিনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী তাজিকিস্তান বা উজবেকিস্তানে পালিয়েছেন। পরে তার ওমানে যাওয়ার খবরও শোনা গিয়েছিল। ফেইসবুক পোস্টে নিজের দেশে ছেড়ে পালানোকে সঠিক প্রমাণ করতে চেয়ে করে গনি লিখেছেন, তালেবানরা আমাকে একদম সরিয়ে দিয়েছিল। তারা এখানে সমস্ত কাবুল এবং কাবুলের জনগণকে আক্রমণ করতে এসেছে। রক্তপাতের বন্যা এড়ানোর জন্য, আমি ভেবেছি আমার দেশ ছেড়ে চলে যাওয়ার ভালো। আশরফ দেশ ছাড়ার পরই আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের ‘কেয়ার টেকার’ প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। আফগানিস্তানের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতি, পালানো, পদত্যাগ বা মৃত্যু হলে এফভিপি তত্ত¡াবধায়ক রাষ্ট্রপতি হন। স¤প্রতি টুইটে সালাহ লেখেন, আমি বর্তমানে আমার দেশের ভিতরে আছি এবং বৈধ কেয়ার টেকার প্রেসিডেন্ট। পাশাপাশি অন্য নেতাদের সমর্থন নিশ্চিত করার জন্য সকল নেতাদের কাছে পৌঁছে যাচ্ছেন আমরুল্লাহ সালেহ।