পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ’র মতবিনিময় সভা

0
160

খবর বিজ্ঞপ্তি:
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা-যশোরের উদ্যোগে ১৬ ফেব্রæয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় যশোরস্থ রাজঘাট জেজেআই ৩নং গেট সম্মুখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেজেআই শ্রমিক নেতা নজরুল ইসলাম মল্লিক এবং সঞ্চালনা করেন শ্রমিক নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শমশেদ আলম শমশের। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑশ্রমিক নেতা শামস শারফিন শ্যামন, আব্দুর রাজ্জাক, শাহীন লস্কর, মোঃ মিলন, মোঃ লিটন, রাব্বি শেখ, লাচ্চু খান, মোঃ রহমান, মোঃ জাহাঙ্গীর, হযরত আলী প্রমুখ। সভায় উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা অবিলম্বে বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল চালু, আধুনিকায়ন, পাটকল আন্দোলনের নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, দৈনিক ভিত্তিক, অবসরপ্রাপ্ত ও বদলী শ্রমিকদের সকল বকেয়া পরিশোধসহ ১৪ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।