পাইকগাছায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘোড়া দৌড় ও হাডুডু প্রতিযোগীতা!

0
140

নিজস্ব প্রতিবেদক:
করোনা মহামারীর মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করে পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের মালত এলাকায় একের পর এক আয়োজন করা হচ্চে গ্রাম বাঙলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ও হাডুডু প্রতিযোগীতা।
স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধায়নে আয়োজিত এসব প্রতিযোগিতায় হাজার হাজার মানুষের সমাগম ঘটলেও উপজেলা প্রশাসন এক অজ্ঞাত কারনে কোন প্রকার ব্যবস্থা নিচ্চেননা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুুঁকি পাশাপাশি সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ধারাবাহিক নানা আয়োজনে হতবাক হয়েছেন স্থানীয় সচেতন মহল। এলাকাবাসী জানায়, গত ১৮ মে কপিলমুনির মালত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগীতার। ঐ দিন মাইকিং করে এলাকাবাসীকে জানান দেওযা হয় যে, প্রতিযোগীতায় তালার মাছিয়াড়া ও রথখোলা দল অংশগ্রহন করবে। তবে সর্বশেষ তারা কেউ উপস্থিত না হলে স্থানীয় দু’টি দল প্রতিযোগীতায় অংশগ্রহন করে। যেখানে স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার সহস্রাধিক মানুষ উপস্থিত হন। এরআগে গত ১৬ মে মালত পশ্চিম বিলের মাঠে আয়োজন করা হয় ঘোড় দৌড় প্রতিযোগীতার। যেখানে আরো বেশি সংখ্যক মানুষের সমাগম ঘটে। স্থানীয়রা জানান, উপস্থিতিদের মধ্যে কারো নুন্যতম স্বাস্থ্যবিধি আনুসরনের ব্যবস্থা ছিলনা। এমনকি পুরষ্কার বিতরনী অনুষ্টানে স্থানীয় ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আলাউদ্দীন গাজীকেও মাস্ক বিহীন পুরষ্কার বিতরন করতে দেখা যায়। এব্যাপারে আলাউদ্দীন গাজীর প্রতিক্রিয়া জানতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার রিং দিলেও তাকে পাওয়া যায়নি।

খুলনা টাইমস/এমআইআর