পাইকগাছায় নদ-নদীর উপর পানি কমিটির সমীক্ষা

0
255

পাইকগাছা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলের টিআরএম’র ১ম ফেজ পরবর্তীতে পানি সহ নেতৃবৃন্দ কপোতাক্ষ, শিবসা, করুলিয়া নদীর বর্তমান অবস্থার উপর সমীক্ষা চালান। সোমবার দিনব্যাপী আগরঘাটা থেকে গড়ইখালী পর্যন্ত পরবর্তী করনীয় সম্পর্কে নেতৃবৃন্দ নদীপথে সমীক্ষা করেন। নদ-নদীর বিদ্যমান পরিস্থিতির উপর আলোচনা করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এ বিএম শফিকুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক হাসেম আলী ফকির। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী, অবঃ প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, শেখ সাদেকুজ্জামান, মুক্তিযোদ্ধা তোকারম হোসেন টুকু, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, তালা কমিটির সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরন প্রতিনিধি দিলীপ কুমার সানা, সাবেক ইউপি সদস্য ঝর্না রানী মন্ডল, প্রীতিশ মন্ডল, মধুসূদন প্রমুখ।