নিসচা খানজাহান আলী থানা শাখার অরক্ষিত রেল ক্রসিংয়ে সতর্কিকরণ বিজ্ঞপ্তি বোর্ড স্থাপন

0
331

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি:
নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার উদ্যোগে এবং গণসেবা সংস্থার সৌজন্যে অরক্ষিত রেল ক্রসিং এর সতর্কিকরণ বিজ্ঞপ্তি বোর্ড স্থাপনের উদ্ভোধনী অনুষ্ঠান শুক্রবার বেলা ১১টায় শিরোমণি তেঁতুল তলা সড়ক রেলক্রসিংয়ে অনুষ্ঠিত হয়। সতর্কিকরণ বিজ্ঞপ্তি বোর্ডস্থাপন করেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, সংগঠনের আহŸায়ক ইউপি সদস্য শেখ আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেসিসির ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, সংগঠনের সদস্য সচিব মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, গণসেবা সংস্থার দপ্তর সম্পাদক এস এম মাসুম বিল্লাহ, শাহ্ মোঃ হাফিজুর রহমান, মহানগর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক শেখ নাজমুল হক অয়ন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ইমদাদুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় অননুমোদিত, অরক্ষিত রেল ক্রসিং। এখান থেকে পারাপার অত্যান্ত ঝুকিপূর্ণ। সর্বোচ্চ সতর্কতা নিয়ে পারাপার হন। মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হবেন না। রেললাইন এর পার্শ্বেগরু ছাগল চরাবেন না। নিরাপদ সড়ক দিবস (অক্টোবর-২০১৯) উপলক্ষে খানজাহান আলী থানা এলাকায় প্রতিটা অরক্ষিত রেলক্রসিংয়ে সতর্কিকরণ বিজ্ঞপ্তি বোর্ড লাগানো হবে এবং নিরাপদ সড়ক দিবস যথাযথ পালনের আহŸান জানান।