নগরীর নিরালা আবাসিকে অগ্নিকান্ড, যুবলীগের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

0
1357

নিজস্ব প্রতিবেদক:
নগরীর নিরালার নির্জন আবাসিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যাক্ষদর্শী যুবলীগ নেতা মুক্তজুল ইসলাম সোহাগের নিকট থেকে জানা যায়, অগ্নিকান্ডের সময় মানুষের চিৎকারের শব্দ পেয়ে তিনিসহ যুবলীগের আরও কয়েকজন নেতাকর্মী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের মুঠোফোনের কল পেয়ে এসময় ফায়ার সার্ভিসেরও একটি দল ঘটনাস্থলে এসে পৌছায়। ফায়ার সার্ভিস এবং যুবলীগ নেতাকর্মীদের যৌথ তৎপরতায় ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় অগ্নিকান্ডে কবলিত ঐ বাড়িটি। প্রথমে যুবলীগের নেতাকর্মীরা দ্রুত বাড়ির মধ্যে আটকে থাকা শিশু বাচ্চাদের বাড়ির বাহিরে বের করে আনে। পরবর্তীতে বাড়ির অন্যান্য সদস্যদের নিরাপদে বের করতে সক্ষম হয়। অপরদিকে ফায়ার সার্ভিসের চৌকস দলটি আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনলে, দূর্ঘটনা কবলিত বাড়িটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।
উক্ত ঘটনায় মহানগর যুবলীগ আহবায়ক সফিকুর রহমান পলাশ অগ্নিকান্ডে সাহায্যকারী যুবলীগ নেতাকর্মী ও ফায়ার সার্ভিস দলটিকে ভূয়শী প্রশংসা করে বলেন, খুলনা মহানগর যুবলীগ অতীতে যেভাবে মানুষের বিপদে পাশে ছিলো, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ্! করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় লকডাউনে থাকা কৃষকদের ধান কেটে দেওয়া, কর্মহীন, দুস্থ, অসহায় এবং চায়ের দোকনদারদের মাঝে ত্রান, সবজি বিতরণ, রোজাদারদের মাঝে ইফতারী বিতরণ, করোনা শনাক্ত রোগির বাড়িসহ আশপাশের লকডাউনকৃত বাড়িতে নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী সরবরাহসহ বিভিন্ন কাজে সম্মুখভাগে থেকে কাজ করে গেছে। এখনও এ সকল কাজ অব্যাহত রয়েছে। যতদিন মানুষের বিপদের কথা যুবলীগের কানে আসবে ততদিন এসকল কাজ অব্যাহত থাকবে। এমতাবস্থায় যুবলীগের নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তবে আহবান করবো, যেন ভবিষ্যতে প্রয়োজনের সময় মানুষের উপকারে আরও বেশি মনোবল নিয়ে নিজেদের উজাড় করে দিতে পারে। এটাই হোক যুবলীগের মূলনীতি।