নওয়াপাড়া টু চাপড়া ওয়াবদা রাস্তায় বীজ রোপন

0
558

আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার বুধহাটায় ওয়াবদা রাস্তায় দুই ধারে বাবলা ও হরল গাছের বীজ রোপন করা হয়েছে। সোমবার ইউনিয়নের নওয়াপাড়া ইটভাটা সংলগ্ন স্থান থেকে উত্তর চাপড়া পর্যন্ত বেতনা নদীর বেড়ীবাঁধ টেকসই করার লক্ষে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেড়ীবাঁধের দুই ধারে এ বীজ রোপন করা হয়। বাংলাদেশ বনবিভাগ আশাশুনির উদ্যোগে এ রোপনের উদ্বোধন করে। এসময় বনবিভাগের সড়ক পরিদর্শক মোঃ জাকির হোসেন ও অফিস স্টাফ জাকির আহম্মেদ, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক মইনুর ইসলাম, সদস্য মাসুম বাবুল, শাহীন আলম, গ্রাম পুলিশ সাইদুল ইসলাম, স্থানীয় গোলাম হোসেন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। আর আগে গত শুক্রবার একই ইউনিয়নের চুমুরিয়া স্লুইচ গেট হতে কুন্দুড়িয়া খেয়াঘাট পর্যন্ত প্রায় ২কিলোঃ ওয়াবদার বাঁধের দুইধারে বীজ রোপন করা হয়।