দৈনিক খুলনা টাইমস পত্রিকায় প্রকাশের পর কয়রায় ওয়ানটাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধে মাইকিং

0
234

কয়রা প্রতিনিধি:
দেশের উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় ওয়ানটাইম প্লাস্টিক সামগ্রী ব্যবহার বন্ধের নির্দেশ দিয়ে মাইকিং করছেন কয়রা উপজেলা প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও সড়কে অনটাই প্লাস্টিক ব্যবসায়ী ও অন-টাইম প্লাস্টিক ব্যবহারকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস এর নির্দেশে পরিবেশের ক্ষতি ও স্বাস্থ্য ঝুকি এ পণ্যটি ব্যবহার ও বিক্রয় বন্ধে মাইকিং করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস বলেন, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে পলিথিন নিষিদ্ধ করার বিধান রয়েছে। ২০০২ সালে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও রয়েছে। কিন্তু প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী যেমন- প্লাস্টিকের কাপ, অনটাইম প্লেট, প্লেট, ব্যাগ ও ফুড প্যাকেজিংয়ের ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। এতে পানি, মৎস্য ও সামুদ্রিক প্রাণীর মধ্যে বিরূপ প্রভাব পড়ছে। পরিবেশ ও স্বাস্থ্য ঝুকি ও রয়েছে। অপচনশীল প্লাস্টিকের জন্ম হয় কিন্তু মৃত্যু হয় না প্লাস্টিকের পরিবর্তে মাটির অথবা কাচের তৈরি পণ্য ব্যবহার করা উত্তম। তিনি বলেন, তারা মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ী, চা দোকানিদের এ ব্যাপারে সচেতন করছেন ও প্লাস্টিক কাপের ব্যবহার বন্ধে একটা নিদিষ্ট সময় দেয়া হয়েছে। প্লাস্টিক ব্যবহাররোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্বাস্থ্য ঝুকি কমাতে উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান সচেতন মহল। উল্লেখ্য সম্প্রতি দৈনিক খুলনা টাইমস পত্রিকায় অন-টাইম প্লাস্টিক কাপের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় তার পর নড়েচড়ে বসে কয়রা উপজেলা প্রশাসন।