দেবহাটায় ১০০ বোতল ফেনসিডিল সহ চালক আটক হওয়ায় ০৪ জনের নামে মামলা

0
309

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় ১০০ বোতল ফেনসিডিল সহ একে ট্রাভেলস’র চালক আটক আটক হওয়ার ঘটনায় চার জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় এসআই জসিম উদ্দীন, সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পারুলিয়া বাসস্টান্ড থেকে উক্ত ফেনসিডিল আটক করে। একে ট্যাভেলস (ঢাকা মেট্রো-ব ১৪-৩৭০৯) শ্যামনগর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় পারুলিয়া কাউন্টারে অবস্থান করলে হেলপার উক্ত ফেনসিডিল বাসের বাক্সের ভিতর রাখার সময় পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে সুপার ভাইজার ও হেলপার সহ ৩ জন পালিয়ে যায়। এসময় বাস ড্রাইভার আশাশুনি উপজেলার নওয়াপাড়ার আবু তালেবের ছেলে সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশ বাস চালক সাইফুলকে ১নং আসামী করে মামলা দায়ের করেছেন। অপর আসামীরা হলেন দেবহাটার সখিপুর ইউনিয়নের সখিপুর কাহার পাড়ার আব্দুল গফ্ফারের ছেলে ওলি ইসলাম ওরফে বাপ্পি, শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের ছলিলউদ্দীদের ছেলে আলী হোসেন এবং দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়ার মাটিপাড়া এলাকার আব্দুল মান্নান। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, একশ বোতল ফেনসিডিল সহ বাস চালক আটক করে জব্দ তালিকা প্রস্তুত করে দেবহাটা থানায় চোরাচালান আইনের মামলা রুজু হয়েছে। মামলা নং-০২, তাং-০৯/০৭/১৯ ইং। মঙ্গলবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।