দেবহাটায় বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৫

0
200

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার জগন্নাথপুরে বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় জগন্নাথপুর গ্রামের মৃত সোবহান গাজীর পুত্র সাইফুদ্দীন গাজী (৫২), সাইফুদ্দীন গাজীর কন্যা লিমা খাতুন (২৩), স্ত্রী ফিরোজা খাতুন (৪৫), ভাইজি হোসনেয়ারা (২২) ও ভাইজি জামাই আব্দুস সালাম (২৮) গুরুতর আহত হয়েছেন। এবিষয়ে আহত সাইফুদ্দীন গাজীর পুত্র ফয়সাল হোসেন (২১) বাদি হয়ে দেবহাটা থানায় এজাহার দায়ের করেছে।
আহত সাইফুদ্দীন গাজীর পুত্র ফয়সাল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বৃষ্টির পানি সরানোর জন্য আমার পিতা নিজেদের জমিতে ড্রেন করতে থাকে। এসময় জগন্নাথপুর গ্রামের মৃত হারান গাজীর পুত্র মুনছুর আলী গাজী (৫৫) আমার পিতাকে ড্রেন কাটতে বাধা দেয় এবং গালিগালাজ করতে থাকে। এসময় আমার পিতা নিজের জায়গাতে পানির ড্রেন করছেন বলে জানালে জগন্নাথপুর গ্রামের আনছার আলী গাজীর পুত্র আসাদুল হক (২৪), মৃত হারান গাজীর পুত্র মুনছুর আলী গাজী (৫৫), মুনছুর আলী গাজীর পুত্র মোস্তফা (২৩), সামছুর রহমানের পুত্র হাবিবুর রহমান (২২), আবুল কাশেমের পুত্র শহিদুল ইসলাম (৩২) লাঠি সোটা, লোহার রড, শাবল ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। আমার বোন লিমা খাতুন, মাতা ফিরোজা খাতুন, চাচাতো বোন হোসনেয়ারা ও চাচাতো ভগ্নিপতি আব্দুস সালাম ঠেকাতে আসলে তাদেরকেও মারপিট করে গুরুতর জখম করে। এসময় স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় আমার পিতা ও বোনকে সখিপুরস্থ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চাচাতো বোন ও ভগ্নিপতিকে প্রাথমিক চিকিৎসা করোনা হয়।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি শুনেছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।