দেবহাটায় নানা কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়েছে স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী

0
161

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নানা কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী ও জতীয় দিবস । শুক্রবার সকাল সাড়ে ৭ টায় এ উপলক্ষ্যে  উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ,  উপজেলা আওায়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা কৃষকলীগ ,উপজেলা ছাত্রলীগ ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, সরকারী খান বাহাদুর আহছান উল্লা কলেজ, হাজী কেয়ামদ্দীন মহিলা কলেজ, দেবহাটা কলেজ, সরকারী বিবিএমপি হাই স্কুল , উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতিসহ বিভিন্ন সরকারী-বে সরকারী প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পমাল্য অর্পন করা হয় । সকাল ৯ টায় দেবহাটা হাই স্কুল মাঠে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে দিবসের উদ্ধোধনের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ,উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সালাম গ্রহন পরবর্তী ,সংক্ষিপ্ত কর্মসূচিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল সাড়ে ৯ টায় উপজেলা মুক্তমঞ্চে৷ মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ফরিদ হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন   দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ আব্দুল লতিফ, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তীতু মির, প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, প্রকল্প বাস্তবায়ণ অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি আবু রায়হান তিতু, মুক্তিযোদ্ধা বৃন্দসহ বিভিন্ন  শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ ছাড়া বে সরকারী উন্নয়ন সংস্থা সার্সের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের  ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।