দেবহাটায় দর্জি ও ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনীতে সনদপত্র বিতরণ

0
318

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৩ মাস মেয়াদী প্রশিক্ষণের সমাপনিতে সনদপত্র ও সম্মানী ভাতার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষণ সমাপনির বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তাই কেউ নির্যাতিত হলে উপজেলা পরিষদ, মহিলা বিষয়ক অফিস, ইউনিয়ন পরিষদের সহযোগীতা নিতে পারবে বলে জানান প্রশিক্ষার্থীদের।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, অফিস সহায়ক দিপুকার রহমান, মোস্তফা আলী, প্রশিক্ষক শাহানারা পারভীন, বিলকিস খাতুনসহ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষণের মোট ৫০জন নারীকে সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করা হয়।