দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় শীর্ষে ইউপি চেয়ারম্যান রতন

0
344

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় সাধারণ মানুষের মাঝে প্রচার-প্রচারনায় শীর্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। সারা দেশে যখন ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে থাকে, সেই সময় ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন নিজ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা সৃষ্টিতে জনসাধারণের সাথে মত বিনিময় সভা করতে শুরু করে। এছাড়া গত ১৯ আগস্ট উপজেলা নির্বাহী অফিসের পত্র পাওয়ার পর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বাস্তবায়ন কমিটি গঠন করেন এবং ঐ দিন থেকে প্রতিদিন সখিপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তিনি। সাথে সাথে বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মত বিনিময় এবং প্রতিটি বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে ডাবের খোলা, গাড়ির টায়ার, ফুলের টব, দইয়ের খুলি সহ এডিস মশার সম্ভাব্য আবাসস্থল সমূহ বিনষ্ট করা হয়। এসময় প্রতিটি বাড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে প্রত্যেক বাড়িতে নাম্বারিং করা হয়। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে জানতে পারে উক্ত বাড়িতে ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা পরিদর্শন করেছেন।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন বলেন, সারা দেশে যখন ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে থাকে, সেই সময় আমি নিজ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা সৃষ্টিতে জনসাধারণের সাথে মত বিনিময় সভা ও প্রতিটি বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে ডাবের খোলা, গাড়ির টায়ার, ফুলের টব, দইয়ের খুলি সহ এডিস মশার সম্ভাব্য আবাসস্থল সমূহ বিনষ্ট করে চলেছি। আমার ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে বাড়িতে বসে না থেকে সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদেরকে নিয়ে প্রতিদিনই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছি। আমার সাথে সর্বদা গ্রামপুলিশ সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাওয়ায় আমি তাদেরক ধন্যবাদ জানাচ্ছি।