দেবহাটায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

0
179

দেবহাটা প্রতিনিধি:
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় পালিত জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলীর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম.স্পর্শ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, সাসের কর্মসূচী সমন্বয়কারী শামীম হুসাইন প্রমুখ। এসময় বক্তারা করোনা কালীন সময়কে অধিক গুরুত্ব দিয়ে নিয়মিত হাত ধোয়া সহ ও স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরেন। সভায় হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।