দেবহাটায় কঠোর নিরাপত্তার মধ্যে উপ-নির্বাচনের ভোট গ্রহণে প্রস্তুত ৪০ কেন্দ্র

0
232

আব্দুর রব লিটু: সকল জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ বৃহষ্পতিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের কাঙ্খিত উপ নির্বাচন। উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪০ টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহন।আর ভোটগ্রহনের মধ্য দিয়ে প্রতিদ্বন্দী তিন প্রার্থী থেকে যোগ্য ব্যাক্তিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেছে নিবেন ভোটাররা। এদিকে নির্বাচন ঘিরে জমে উঠেছে উপজেলা চেয়ারম্যান পদের তিন প্রার্থী আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের আলহাজ্ব মুজিবর রহমান, আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম ও এনপিপি মনোনীত আম প্রতিকের প্রার্থী অজিয়ার রহমানের ত্রিমুখী ভোটের লাড়াই। প্রার্থীদের নিয়ে গেল কিছুদিনের চুলচেরা বিশ্লেষন শেষে কাঙ্খিত ভোটগ্রহনের মাহিন্দ্রক্ষন ঘিরে উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। আর তাই ভোট উৎসবকে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে উপজেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য, পিসি ১ জন, এপিসি ১ জন, পুরুষ আনসার ৬ জন, মহিলা আনসার ৪ জন এবং গ্রাম পুলিশের ২ জন করে সদস্য মোতায়েন রাখা হয়েছে। এছাড়াও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ও সহকারী ভুমি কমিশনার এসএম তারেক সুলতানসহ আরো তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। যাদের নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা অনবরত বিভিন্ন এলাকায় টহলে থাকবেন।বুধবার ভোটকেন্দ্র গুলোতে পৌছে যায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ব্যালট বক্স সহ ভোটগ্রহনে প্রয়োজনীয় নানা সামগ্রী। এরআগে সকালে ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর সদস্যদের নির্দেশনা প্রদান করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। দেবহাটা থানা চত্বরে আনুষ্ঠানিক ব্রিফিং করেন তিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সহা উপস্থিত ছিলেন।পরবর্তীতে বেলা ১১টায় নির্বাচন সফল করতে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবির লে: কর্ণেল লিটন কবীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল আমিন, দেবহাটা এসিল্যান্ড এস.এম. তারেক সুলতান, বিজিবির নায়েক সুবেদার শফিকুল ইসলাম, মফিজুল ইসলাম ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।বহু কাঙ্খিত আজকের উপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগযোগ্য উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬ শত ৫৬ জন। যারমধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৬ শত ১৭ জন ও মহিলা ভোটার ৫১ হাজার ৩৯ জন রয়েছেন।নির্বাচনে অংশ নেয়া তিন প্রার্থীর মধ্যে আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান সুবিধা জনক অবস্থানে এবং জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও, নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী অপর দুই প্রার্থী আনারস প্রতিকের আলহাজ্ব রফিকুল ইসলাম এবং এনপিপি মনোনীত আম প্রতিকের প্রার্থী অজিয়ার রহমান। তবে তাদের মধ্য থেকে ভোটাররা কাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন সেই অপেক্ষায় রয়েছেন জেলার সর্বস্তরের মানুষ।