দেবহাটায় ওসি বিপ্লব সাহার প্রচেষ্টায় শান্তি ফিরল চরের মসজিদ ইস্যু ও নোড়ারচক ভূমিহীন পল্লীর

0
196

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার প্রচেষ্টায় আবারো শান্তি ফিরেছে আধিপত্য বিস্তার কেন্দ্রিক দু’গ্রুপের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত ভূমিহীন জনপদ নোড়ারচক এবং মসজিদের নামকরণ নিয়ে উত্তপ্ত চর রহিমপুর ও চর শ্রীপুরের বাসিন্দাদের মধ্যে। শনিবার সকালে ওসি বিপ্লব সাহার উপস্থিতিতে দেবহাটা থানায় পৃথক দুটি শালিসের মাধ্যমে আলোচিত এ দুটি ইস্যুর শান্তিপূর্ন মিমাংসা করে দেন পুলিশ সদস্যরা। গেল কিছুদিন যাবৎ ভূমিহীন জনপদ নোড়ারচক-চারকুনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসমাইল হোসেন ও সাইফুল ইসলামের নেতৃত্বাধীন ভূমিহীন সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এনিয়ে সম্প্রতি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে করে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভূমিহীন জনপদ। একপর্যায়ে ওই ভূমিহীন জনপদে শান্তি প্রতিষ্ঠার জন্য শনিবার সকালে ভুমিহীন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে শালিসে বসে পুলিশ। বিস্তর আলোচনা শেষে উভয় পক্ষই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সম্মতি পোষন করলে বিষয়টি আপোষ মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। অপরদিকে মসজিদের নামকরণ নিয়ে চর রহিমপুর ও চর শ্রীপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে শুক্রবার সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হলে শনিবার সকালে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষ ও জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে শালিসে বসে পুলিশ। শালিসে দুই গ্রামেরই নাম বাদ রেখে কেবলমাত্র চর মসজিদ হিসেবে ওই মসজিদটি পরিচালনার সিদ্ধান্তে উভয়পক্ষ সম্মত হলে বিষয়টি শান্তিপূর্নভাবে নিষ্পত্তি করে দেয় পুলিশ।
এব্যপারে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, সাম্প্রতিক সময়ে ভূমিহীন জনপদ নোড়ারচকে আধিপত্য কেন্দ্রিক দ্বন্দ এবং চর রহিমপুর ও চরশ্রীপুর গ্রামবাসির মধ্যে মসজিদের নামকরণ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। দুটি বিষয়েই মারপিটে জড়িয়ে পড়ছিল এলাকাবাসী। কঠোর আইন প্রয়োগের পরিবর্তে শালিসের মাধ্যমে বিষয় দুটি শান্তিপূর্ন সমাধান করা হয়েছে।