দেবহাটায় এক প্রতিবন্ধী পরিবারের মরার উপর খাড়ার ঘা!

0
411

দেবহাটা প্রতিনিধি: একে সবাই মানসিক প্রতিবন্ধী, কখনো ভাল আবার কখনো মন্দ। তাতে আবার সরকারের গৃহীত খাল খনন কর্মসূচীর আওতায় গৃহহারা এই পরিবার। কোন রকমে প্রশাসন এবং স্থানীয়দের সহযোগীতায় সরকারের খাস জমিতেই আবার মাথা গোজার ঠাই। এরই মধ্যে থানায় থানায় অভিযোগ আছে এমন ভয় দেখিয়ে পাঠিয়ে দেওয়া হয় তাদের। যেই অমনি বাড়ি থেকে থানার উদ্দেশ্যে বাহির হয়েছে পিছন দিক থেকে বাড়িতে ঢুকে ভ্যান ভর্তি করে নিয়ে গেছে সর্বশ্ব প্রায়। এ যেন মরার উপর খাড়ার ঘা! এঘটনাটি ঘটেছে উপজেলার পারুলিয়া ইউনিয়নের পাতাখালি এলাকায়। আর এঘটনায় অসহায় এ প্রতিবন্ধী পরিবারের পক্ষে অভিযোগ দায়ের করেছে পারুলিয়া ইউপি চেয়ারম্যান বরাবর। অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটার পারুলিয়ায় এক পরিবারের ৩ভাই বোন মানসিক প্রতিবন্ধী। মানবেতর জীবন যাপন তাদের। কোন কাজ করতে না পারায় তারা বাড়িতে গবাদি পশু পালন করে চলছিল তাদের সংসার। কিন্তু সাম্প্রতিক সাপমারা খাল খনন করায় সরকারি জমি থেকে তাদেরকে উচ্ছেদ হতে হয়েছে। সে কারনে তাদের গবাদি পশু বিক্রয় করে দিতে হয়। এরপর তাদের আশ্রয় হয় পাতাখালি গ্রামের রাস্তার পাশের খাস জমিতে। কিন্তু গত ১২জানুয়ারী তারিখে সখিপুর গ্রামের মৃত. নুর আলী সরদারের পুত্র আনোয়ার হোসেন তাদেরকে জানায় যে, থানায় তাদের নামে একটি অভিযোগ রয়েছে। তাদেরকে থানায় দেখা করতে হবে বলে জানানো হলে ঐ পরিবারের ৩ প্রতিবন্ধী সদস্য থানায় হাজির হয়। এই সুযোগ কাজে লাগিয়ে আনোয়ার কয়েকজনকে সাথে নিয়ে চালায় লুটপাট। তাদের ঘরের তালা ভেঙ্গে অনাধিকার ভাবে প্রবেশ করে নগদ ৩লাখ ৫০হাজার টাকা এবং ব্যবহৃত প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে চলে যায়। স্থানীয়রা বাধা দিলে প্রভাব খাটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে। এধরণের ঘটায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তবে এব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করার জন্য তাদের বাড়িতে গেলে বাহিরে আছে বলে জানান।