দেবহাটার সখিপুরে সরকারি রাস্তার ইট তুলে নির্মান করছে প্রাচীর

0
266

স্টাফ রিপোর্টার : দেবহাটার সখিপুরে এক দলিল লেখকের কান্ড! রাস্তা খুড়ে বড়বড় গর্তের সৃষ্টি। সরকারি রাস্তার ইট তুলে অবাধে নির্মান করছে প্রাচীর।কেটে সাবাড় করার অভিযোগ এক রোড সিরিজ গাছ। জানাযায়,উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া-কাজিমহল্যা গ্রামের বিশ্ব পুকুর নামক স্থানে সরকারি ইট সোলিং তুলে বড় বড় গর্ত সৃষ্টি করাসহ প্রাচীর নির্মান করার অভিযোগ উঠেছে এক দলিল লেখকের বিরুদ্ধে। সে তিলকুড়া গ্রামের মৃত. শেখ মোকারম হোসেনের পুত্র শেখ মারুফ হোসেন। বৃহস্পতিবার সকালে নিজ জমির সীমানা নির্মান করার লক্ষ্যে একটি প্রাচীর নির্মানের কাজ শুরু করে। কিন্তু তার নির্দেশে সরকারি ইট সোলিং রাস্তার ইট তুলে রাস্তার উপরে গর্ত তৈরী করে তার শ্রমিকরা। বিষয়টি নিয়ে স্থানীয়রা জনপ্রতিনিধিকে খবর দিলে তিনি ঘটনা স্থলে এসে নির্মান কাজ বন্ধ করে দেন। সরোজমিনে দেখা যায়, কাজিমহল্যা আব্দুল বারি দফাদারের বাড়ি হতে তিলকুড়া বিষু খাঁ’র বাড়িগামী এলজিএসপির অর্থায়নে নির্মিত ইট সোলিং এর ৬টি পয়েন্টের ইট তুলে ফেলা হয়েছে। সেখানে গভীর ভাবে মাটি খুঁড়ে গর্ত করা হয়েছে। এমনকি ঐ স্থানের একটি সরকারি রোড সিরিজ গাছ কর্তন করেছে ঐ দলিল লেখক। রাস্তাটি দিয়ে প্রতিদিন ইউনিয়নের অসংখ্য লোক তাদের প্রয়োজনীয় কর্মকান্ড পরিচালনার জন্য যাতায়াত করে। এছাড়া পাশের মাঠের কৃষি ও মৎস্য ফসল আনা নেওয়ার একমাত্র রাস্তা। কিন্তু রাস্তার মাঝ বরাবর প্রাচীর নির্মান করা হলে সাধারণ মানুষের যাতায়াত দারুনভাবে ব্যাহত হবে। এমনকি বিভিন্ন পন্য আনা নেওয়ার জন্য বিকল্প পথে আসতে প্রায় ১০ কিলো মিটারের বেশি রাস্তা অতিক্রম করতে হবে। এতে ঐ এলাকা সহ আশে পাশের এলাকার মানুষের ভোগান্তি বেড়ে যাবে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য জগন্নাথ মন্ডলের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি বিষয়টি জানার পর ঘটনাস্থলে এসে সরকারি রাস্তায় প্রাচীর নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দেই। পরে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। তবে, অভিযোগের বিষয় নিয়ে দলিল লেখক শেখ মারুফ হোসেন বলেন, আমার নিজের জায়গাতে প্রাচীর নির্মান করা হচ্ছে। তাছাড়া প্রাচীর নির্মান করা হয়ে গেলে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে। এদিকে, সরকারি রাস্তার ইট তুলে প্রাচীর নির্মান বন্ধ সহ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতনমহল।