দাবি আদায় না হলে নৌযান কর্মবিরতির হুমকি

0
175

টাইমস ডেস্ক:
নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন বন্ধসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি আদায় না হলে ১৯ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ভারতগামী নৌযানসহ সব ধরনের পণ্যবাহী, বালুবাহী, তেলবাহী নৌযানে লাগাতার কর্মবিরতির আহ্বান জানিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার জাতীয় প্রেস কাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই কর্মবিরতির ঘোষণা করা হয়। সমাবেশে সংগঠনের সভাপতি শাহ আলম ভূঁইয়া বলেন, যখনই আমরা নৌযান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি প্রতিবারই মালিক গোষ্ঠী ও তাদের দালালরা শ্রমিকদের সংগ্রাম নাৎসাত করার ষড়যন্ত্র করেছে। এর আগে নৌযান শ্রমিকদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২০১৯ সালে তিনবার কর্মবিরতি পালন করা হয়েছে। প্রতিবারই সরকার ও মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করে শ্রমিকদের আন্দোলনে ঠেলে দিয়েছে। লকডাউন উঠে যাওয়ার চার মাস অতিবাহিত হলেও আমাদের প্রতিশ্রুতি খাদ্য ভাতা দেওয়ার কোনো উদ্যোগ নেয় হয়নি। চরম দুরব¯’া আছে নৌযান শ্রমিকরা। তাই দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে আবারও নৌযানে লাগাতার কর্মবিরতির পালনের আহ্বান করছি। তাদের দাবিগুলো হ”েছÑ নৌপথের সন্ত্রাস-চাঁদাবাজি, ডাকাতি, পুলিশি নির্যাতন বন্ধ করা; সব বকেয়া পরিশোধ করা; খাদ্য ভাতা প্রদান করা; নৌ-পরিবহন অধিদফতরের অব্যব¯’াপনা ও শ্রমিক হয়রানি বন্ধ করা; ভারতীয় শ্রমিকদের কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গঠন করা; সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা; ম”ত্যুকালীন ভাতা ১০ লাখ নির্ধারণ করা ইত্যাদি।