দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

0
56
ai

নিজস্ব প্রতিবেদক, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’।

রোববার (১০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিৎ রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শম্পা বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপজেলা ইনচার্জ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ আলী গাজী, সিপিপি উপজেলা কর্মকর্তা আলমগীর হোসেন, টিম লেডার দেবাশীষ ঢালীসহ বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধি।