থ্রিলারধর্মী গল্প প্যাঁচ

0
191

খুলনাটাইমস বিনোদন: থ্রিলারধর্মী গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক সাদেক সাব্বির। ‘প্যাঁচ’ নামে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তার। শহরের শিল্পপতি খুন হয়েছেন। খুনীদের বের করা নিয়েই গড়ে উঠেছে ‘প্যাঁচ’-এর গল্প। পরিচালক সাদেক সাব্বির বলেনÑখুব শিগগির আমরা ‘প্যাঁচ’-এর শুটিং শুরু করতে যাচ্ছি। সায়মন ভাইকে গল্পটি শোনানোর পর মাঠে নামার সাহস দিলেন তিনি। অভিষেক চলচ্চিত্র নিয়ে আবেগ ও উত্তেজনা কাজ করছে পরিচালকের। কারণ টিভি নাটক, বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেও বড় পর্দায় এটাই তার প্রথম কাজ। সাদেক সাব্বির বলেনÑসব নির্মাতারই স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার। অবশেষে আমারও স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এরই মধ্যে শিল্পী নির্বাচনের কাজ শেষ করেছেন সংশ্লিষ্টরা। অনলাইন অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে কয়েকজন নবীন মুখ। যারা প্রথমবারের মতো কাজ করবেন বড় পর্দায়। এছাড়াও নাসির উদ্দিন খান, শাহিনুর সরোয়ার, আহমেদ জামান সাদ (ইমরান)সহ অনেকে এতে অভিনয় করবেন। প্রযোজনা প্রতিষ্ঠান ‘দৃশ্যছায়া’-এর কর্ণধার ও ‘প্যাঁচ’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক ইফতেখার আহমদ সায়মন বলেনÑসাব্বিরের গল্পটা ভালো লেগেছে। উপস্থাপনার ধরনটাও আলাদা। তাই সাব্বিরকে বলে ফেললাম, চলো প্যাঁচটা খুলে দেখি। আশা করছি দর্শকদের চলচ্চিত্রটি ভালো লাগবে। সাদেক সাব্বিরের গল্প নিয়ে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন মো. হাসিবুর রহমান। এর চিত্রগ্রাহক ও সম্পাদনার কাজও করবেন তিনি। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগির চট্টগ্রামে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।