তালায় প্রণব ঘোষ বাবলু’র শো-ডাউন

0
144

তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালার খলিলনগরে নৌকা প্রতিক প্রত্যাশী সাতক্ষীরা জেলা আ’লীগ’র উপ-প্রচার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু’র পক্ষে বিশাল শো-ডাউন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল ৪ টায় শহ¯্রাধীক মটরসাইকেল, ব্যাটারী ভ্যান, ইজ্ঞিন ভ্যান ও ইজিবাইক যোগে হাজার হাজার হাজার হাজার মানুষ উপজেলা সদর ও খলিলনগর ইউনিয়ন’র প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খলিলনগর বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। খলিলনগর ইউনিয়ন আ’লীগ’র সভাপতি সরদার ইমান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক প্রণব ঘোষ বাবলু’, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুলসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। সমাবেশে প্রণব ঘোষ বাবলু বলেন, শো-ডাউন করার কোনো পরিকল্পনা আমার ছিল না। গত কয়েকদিন আগে দূণীতির দায়ে বহিস্কৃত চেয়ারম্যান আজিজুর রহমান আমাকে জড়িয়ে মিথ্যা কুরুচীপূর্ণ বক্তব্য দেয়ার কারণে আমরা করতে বাধ্য হয়েছি। প্রণব ঘোষ বাবলু বলেন, মহিলা মেম্বরের স্বাক্ষর জাল করে টাকা উঠিয়ে নেয়ার অপরাধে স্থানীয় সরকার মন্ত্রনালয় তাকে বর্হিস্কার করেছে। ওই ওয়ার্ডের সাবেক মেম্বররা এক হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রমাণিত হওয়ায় তিনি বর্হিস্কার হয়েছেন। এখানে আমার কোনো হাত ছিল না। শুধু তাই নয়, খালের মাটি ভাটায় বিক্রি করে সেই খালে প্রকল্প দেখিয়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বর্তমান চেয়ারম্যান রাজু। এলজিএসপি প্রকল্পের হাঁসমুরগী পালন ও অসহায় মহিলাদের সেলাই মেশিন ক্রয় নিজের বোন ও মহিলা মেম্বরের বোনের নামে দেখিয়ে সমুদয় টাকা আতœসাৎ করেছেন তিনি।