তালায় টেকশই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

0
554

এম আর জামান টিপু,তালা:
সাতক্ষীরা তালায় স্থানীয় পর্যায়ে টেকশই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনর(উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি ও উপজেলা সহকারি কমিশনর(ভ’মি) অনিমেষ বিশ্বাস। এছাড়া উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মোঃ জসিম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা অপূর্ব বিশ্বাস, অধ্যাক্ষ ইনামুল ইসলাম, অধ্যাক্ষ আঃ রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক আনন্দ মোহন,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোমেন,তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু,জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুসহএনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ছাত্রছাত্রীর কর্মশালায় অংশ নেন । কর্মশালায় প্রধান অতিথি বলেন স্থানীয় পর্যায়ে উন্নয়নে সরকারি কর্মকর্তাদের সাথে জনপ্রতিনিধিদের গুরুত্ব অনেক। স্থানীয় পর্যায়ে টেকশই উন্নয়নে আমরা অনেক এগিয়েছি। সামনে আরো আগাতে হবে আমাদের। বর্তমান সরকার দেশকে উন্নত ও সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে। পরস্পরের সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করে যেতে হবে।