ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে প্রতীক বরাদ্দ, বিনা-প্রতিদ্বন্দ্বিতায় ৪ প্রার্থীকে জয়ী ঘোষণা

0
246

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষনা মোতাবেক সোমবার নির্ধারিত সময় দুপুর ১টার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
প্রার্থীদের মধ্যে সভাপতি পদে কাজী আবদুল্লাহ’র প্রতীক (চেয়ার) এবং অপর প্রার্থী বিলায়েত হোসেনের প্রতীক (ছাতা)। সাধারণ সম্পাদক পদে এসএম জাহাঙ্গীর আলমের (মোমবাতি) এবং অপর প্রার্থী উদয় চক্রবর্তী (কলস)। কোষাধ্যক্ষ পদে ইলিয়াস হোসেনের প্রতীক (বই) এবং অপর প্রার্থী রফিকুল ইসলামের প্রতীক (তালা-চাবি)। ক্রীড়া ও সাংস্কৃতিক পদে আব্দুর রশিদ এলিনের প্রতীক (হারিকেন) এবং অপর প্রার্থী এস এম মাহাবুুবুর রহমানের প্রতীক (কাঁঠাল)। নির্বাহী সদস্য পদে অরুণ কুমার দেবনাথের প্রতীক (দেওয়াল ঘড়ি), আব্দুর রশিদ বাচ্চুর (জাহাজ), আশরাফুল আলমের (গরুর গাড়ী) ও জাহিদুর রহমান বিপ্লবের (ঘোড়া)। নির্বাচনে সহসভাপতি পদে শেখ মাহতাব হোসেন (মোরগ), সহ-সাধারণ সম্পাদক পদে শেখ সিরাজুল ইসলাম (ঘুড়ি), সাংগঠনিক সম্পাদক পদে সাব্বির খান ডালিম (দোয়াত-কলম) এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে সুজিত মল্লিক (উড়োজাহাজ) প্রতীকে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উপজেলা সমবায় কর্মকর্তা ও রিটানিং অফিসার এফ এম সেলিম আখতার জানান, তফসিল ঘোষণা মোতাবেক প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তবে চারটি পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় প্রাথমিক ভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।