ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উন্নয়ন মেলার উদ্বোধন ও আলোচনা সভা

0
148

ডুমুরিয়া প্রতিনিধি:
মুজিবশত বার্ষিকীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বাংলাদেশের এক অনন্যা অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, এই ¯েøাগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে। ডুমুরিয়া শহীদ জুবায়ের আলী মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে অনু্ষ্িঠত সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন। প্রফেসর ডাঃ তুহিন রায়, আরও বক্তব্য দেন,ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিনা রুমা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুফিয়ান রোস্তম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিনা মজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত রায়সহ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও ইউপি চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উন্নয়ন মেলা প্রদর্শন করা হয়।এসময় সকল প্রদর্শনী স্টল ঘুুরে দেখেন ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় সমাজসেবা অধিদপ্তরের পক্ষে ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত রায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম ৩ লক্ষ টাকা চেক তুলে দেন সাজিয়াড়া শামসুল উলুম এতিমখানা মাদ্রাসা কতৃপক্ষের কাছে।