ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

0
821

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি,আলোচনা সভা,চিত্রাংকন,কবিতা আবৃতি,রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছ। এ লক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও র‌্যালি শেষে শহীদ জোবায়েদ আলী মিলানয়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। বক্তব্যদেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম,ওসি মোঃ হাবিল হোসেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,প্রমুখ।

উপজেলা আ‘লীগের আয়োজনে র‌্যালি শেষে আ‘লীগ নেতা আসফর হোসেন জোয়াদ্দারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আয়োজি সভায় বক্তব্যদেন আ‘লীগ নেতা শাহনাজ হোসেন জোয়াদ্দার,সরদার আবু সালেহ,খান আবু বক্কর,শোভারানী হালদার, গোবিন্দ ঘোষ,মোল্লা সোহেল রানা প্রমুখ।গুটুদিয়া ইউনিয়ন আ‘লীগের ব্যপক আয়োজনে শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ম্যুরালে মাল্য দান করা হয়। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় ব্যানারে খন্ড খন্ড শোক র‌্যালী নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বর এক জন সমুদ্রে পরিনত হয়। এরপর গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আ‘লীগ নেতা বিরাজ কান্তি মল্লিকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন ইউপি চেয়ারম্যান ও আ‘লীগ নেতা মোস্তফা সরোয়ার। বক্তব্যদেন আ‘লীগ নেতা এম এম সুলতান আহমেদ,রবিন্দ্রনাথ সরকার,নির্মল কবিরাজ,
পরিতোষ কবিরাজ প্রমুখ।ডুমুরিয়া মহাবিদ্যালয়ের আয়োজনে র‌্যালি শেষে অধ্যক্ষ ধ্যানেশ কুমার গোস্বামীর সভাপতিত্বে আয়োজিত সভয় বক্তব্যদেন সহকরী অধ্যাপক রঞ্জন কুমার তরপদার,শফিকুল ইসলাম গাজী,নুরুল ইসলাম খান,সত্যরঞ্জন বৈরাগী,বিমল কৃষ্ণ মল্লিক প্রমুখ। অপরদিকে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ ডুমুরিয়া শাখার আয়োজনে শোক র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজু মল্লিক। বক্তব্যদেন অনিমেষ মন্ডল (জিৎ),শেখ মাহফুজুর রহমান সোহেল,লিটন কুমার বিশ্বাস,যুদিষ্ঠিত মন্ডল,আঃ হালিম মুন্না,সাহেব আলী প্রমুখ।