ডুমুরিয়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও পোনা অবমুক্ত

0
252

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও উৎপাদনের লক্ষ্যে ক্লাস্টার মৎস্য চাষীদের ৩ দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য সম্প্রসারণ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা মৎস্য বিভাগের উপ-পরিচালক নারায়ণ চন্দ্র মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা আবু ছাইদ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সঞ্জীব দাশ, উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সহকারি কর্মকর্তা চিত্তরঞ্জন পাল প্রমুখ।প্রশিক্ষণে ২৫জন মৎস্য চাষী অংশ গ্রহন করেন।উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে অতিথিবৃন্দরা উপজেলা পরিষদের পুকুরে মুজিববর্ষ-২০২০ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা আবুবকর সিদ্দিকের ব্যক্তিগত উদ্দ্যোগে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।