ডুমুরিয়ায় নানা আয়োজনে উন্নয়ন মেলা শুরু

0
541

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে সরকারের গৃহীত ও বাস্তবায়িত সেবাধর্মী উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরার উদ্দেশ্যে ডুমুরিয়ায় বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপি শুরু হয়েছে উন্নয়ন মেলা-২০১৮। অনুষ্ঠানের মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মেলায় সকালে এক বর্নাঢ্য র‌্যালি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন।
স্বাধীনতা চত্বর মাঠের চারিপাশে সরকারী অধিদপ্তর ও বেসরকারী প্রতিষ্ঠানের মোট ৩৬টি স্টল বসেছে। এ স্টল থেকে জনগনের প্রতিদিন সরাসরি সেবা দেয়া হচ্ছে। মাঠের মাঝখানে বসানো হয়েছে একটি কন্ট্রোল রুম। স্টলগুলোর মধ্যে রয়েছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, খাদ্য নিয়ন্ত্রক দপ্তর, সমবায় অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল, পল্লী বিদ্যুত অফিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিষ্ট্রি অফিস, হিসাব রক্ষন অফিস, পরিসংখ্যান অফিস, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, একটি বাড়ী একটি খামার অফিস, নির্বাচন অফিস, ইসলামিক ফাউন্ডেশন, বন বিভাগ অফিস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিস, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান কর্ণার, এনজিও কর্ণার, ইউনিয়ন ডিজিটাল ই-সেন্টার কর্ণার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্ণার। প্রথম দিনেই প্রতিটি স্টলে ছিল জনসাধারনের উল্লেখযোগ্য উপস্থিতি।