ডুমুরিয়ায় দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
357

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া দূর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলা পর্যায়ে “দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য” বিষয় ভিত্তিক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও অক্সফ্যাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই’র সহযোগিতায় শনিবার সকালে উপজেলা চত্ত্বরে নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংসদ সদস্য নারয়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। স্বাগত বক্তৃতা করেন উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক। মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ’র সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, দূর্নীতি দমন কমিশনের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন, অক্সফ্যাম’র জেলা সমন্বয়কারী মোঃ ফয়সাল আহম্মেদ, সহকারী মোঃ ইমরান হোসেন প্রমূখ।