ডুমুরিয়ায় জাগরণী চক্র ফাউন্ডেশনের মাঠ দিবস

0
237

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় জাগরণী চক্র ফাউন্ডেশন’র আয়োজনে মাঠ পর্যায়ে উন্নত পদ্ধতিতে কার্প গলদা মিশ্র চাষ, বাজারজাত করন,উদ্যোক্তাদের আয়বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মৎস্য প্রদর্শনী খামারীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় মঙ্গলবার সকালে উপজেলার উলা মইখালী বাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খামারী আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক।বিশেষ অতিথি ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা চিত্তরঞ্জন সরকার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা কবির হোসেন।স্বাগত বক্তব্যদেন প্রকল্পের শাখা ব্যবস্থাপক ডিএম ইদ্রিস আলী।ফ্যাসিলিটেটর একেএম তৌহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্যদেন শিক্ষক রেজাউল করিম,ডাঃ মফিজুর রহমান,সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মোঃ জিয়াউর রহমান, আরিফুন্নেছা শিলা,লিড ফার্মার বকুল শেখ,রবি শেখ,বনিতা মন্ডল,শিবু রাহা,সাইফুল্লাহ,রফিকুল ইসলাম, শিমুল হোসেন প্রমূখ।এরপর প্রদর্শণী খামারের মাছ দেখে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন।